ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে সাভারে লাখো মুসল্লির বিক্ষোভ

মুসলিম জাতির শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে সাভারে লাখো মুসুল্লি সড়কে নেমে বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মসজিদে মসজিদে নামাজ শেষ হওয়ার পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকায় একত্রিত হতে থাকে মুসুল্লিরা। 

কয়েক মিনিটের ভেতরেই লক্ষ লক্ষ মুসুল্লির পাদচারণায় সড়কের নবীগরগামী লেন অবরোধ হয়ে পরে। যানজটের সৃষ্টি হয়।

এসময় মুসুল্লিরা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বিছিন্ন করতে দাবি জানান। এছাড়া মিছিলে ফ্রান্সের পণ্যের ছবি সংযুক্ত করে লিফলেট বিতরণ করা হয়।

সাভার উপজেলা হেফাজতে ইসলামের আহবায়ক হজরত মওলানা আব্দুল মান্নান বলেন, বিভিন্ন আরব রাষ্ট্র ফ্রান্সের পণ্য বয়কট করেছে। সরকারি ভাবে ঘোষণা চাই ফ্রান্সের পণ্য বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না। আগামি সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ব্যঙ্গচিত্র পর্দশনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

এদিকে একই দাবীতে আশুলিয়ার বাইপাইলে  নবীনগর স্মৃতিসৌধ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত মুসুল্লিরা

ads

Our Facebook Page